ঢাকা     শনিবার   ১১ মে ২০২৪ ||  বৈশাখ ২৮ ১৪৩১

গত এক বছরে নতুন কর্মসংস্থান ৩৭ লাখ

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৫, ২০ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গত এক বছরে নতুন কর্মসংস্থান ৩৭ লাখ

নিজস্ব প্রতিবেদক : গত এক বছরে নতুন কর্মসংস্থান হয়েছে ১৩ লাখ এবং আনপেইড থেকে পেইড ইমপ্লয়মেন্ট হয়েছে ১৪ লাখ এবং বৈদেশিক কর্মসংস্থান হয়েছে ১০ লাখ। মোট ৩৭ লাখ কর্মসংস্থান হয়েছে।

মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) আয়োজনে ( ২০১৬-২০১৭) বছরের শ্রমশক্তি জরিপ প্রকাশ করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, ১০ কোটি ৯১ লাখ কর্মক্ষম জনগোষ্ঠির মধ্যে বেকারের সংখ্যা ২৬ লাখ ৮০ হাজার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অর্থপ্রতিমন্ত্রী এম এ মান্নান, বিবিএসের মহাপরিচালক আমীর হোসেন।



রাইজিংবিডি/ঢাকা/২০ মার্চ ২০১৮/হাসিবুল/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ