ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘গত তিন বছরে দেশে নৌ দুর্ঘটনা ঘটেনি’

ফয়সল বিন ইসলাম নয়ন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৮, ৮ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘গত তিন বছরে দেশে নৌ দুর্ঘটনা ঘটেনি’

ভোলা সংবাদদাতা : গত তিন বছর দেশে কোনো নৌ দুর্ঘটনা ঘটেনি বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

তিনি বলেন, ‘এ সরকার ক্ষমতায় আসার পর নৌ দুর্ঘটনা কমিয়ে আনা হয়েছে। গত তিন বছরে দেশে কোনো নৌ দুর্ঘটনা ঘটেনি। এবারো প্রতিটি ঘাটে নৌ পুলিশ, কোস্টগার্ড, বিআইডব্লিউটিএ এবং টিসিসহ প্রশাসনের কর্মকর্তা দিয়ে ঘাট নিয়ন্ত্রণ করা হবে, যাতে কোনো লঞ্চেই অতিরিক্ত যাত্রী পরিবহন করা না হয় এবং ঝুঁকিপূর্ণভাবে লঞ্চ যেতে না পারে।’

শুক্রবার সকালে ঈদ উপলক্ষে ভোলার ইলিশা ও ভেদুরিয়া ফেরিঘাট পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বাজেট কোনো দলের হয় না, বাজেট হয় জাতির। এর চেয়ে ভালো বাজেট বাংলাদেশে আর কখনো হয়নি। এখানে কোনো কিছুরই দাম বাড়েনি। কিন্তু বিএনপি সব ভালোকেই বাঁকা চোখে দেখে। তারা এ সরকারের কোনো কিছুই ভালো চোখে দেখেনি। এ সরকারের অনেক অর্জন রয়েছে।’

শাজাহান খান বলেন, ‘বিএনপি যতই আস্ফালন করুন না কেন, তাদের নির্বাচনে আসতেই হবে।’

এ সময় বিআইডব্লিটিএ চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হকসহ প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ভোলা/৮ জুন ২০১৮/ফয়সল বিন ইসলাম নয়ন/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়