ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘গতকালের ঘটনার জন্য মনটা ভালো নেই’

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৫, ১৩ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘গতকালের ঘটনার জন্য মনটা ভালো নেই’

পোষা কুকুরের সঙ্গে প্রাণ রায়

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেতা প্রাণ রায় ও চলচ্চিত্র পরিচালক শাহনাজ কাকলী। গতকাল সোমবার এ দম্পতির অভিযোগ করেন, তাদের একটি পোষা কুকুর খাওয়ার জন্য জবাই করেছে দুই চীনা নাগরিক। এরপর নগরীর খিলক্ষেত থানায় ওই দুই চীনা নাগরিকের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেন প্রাণ রায়। সাধারণ ডায়েরি নং ৩০৭।

এ প্রসঙ্গে প্রাণ রায়ের সঙ্গে রাইজিংবিডির কথা হয়। তিনি বলেন, ‘গতকালের ঘটনার জন্য মনটা ভালো নেই। থানায় জিডি করেছি। এখনো কোনো সুরাহা হয়নি। তবে চীনা ওই নাগরিকদের বিষয়টি এসবি (স্পেশাল ব্রাঞ্চ)  দেখছেন বলে জেনেছি।’

গতকালের ঘটনা বর্ণনা করে প্রাণ রায় বলেন, ‘আমাদের ছয়টি কুকুর রয়েছে। ছয়টি কুকুরের নাম-টি, কফি, বাটার, ব্রাউনি, কুকিজ, মিল্কি। যে কুকুরটি জবাই করা হয়েছে সেটির নাম রেখেছিলাম কুকিজ। ওদেরকে সবাই আদর করে খাবার দেয়। আমরা তো নিয়মিত খাবার দেই-ই। শিকলে বাঁধা থাকে না, রাস্তাতেও ঘুরাফেরা করে। তবে কাউকে বিরক্ত করে না। যেখানে যায় সেখানে সবাই আদর করে। চীনা ওই দুই নাগরিক ওদের প্রথম আদর করেছে, তারপর বিস্কুট খাইয়েছে। এরপর কোলে নিয়েছে। তারপর বাসার ভিতরে নিয়ে গিয়ে গলায় তার পেঁচিয়ে জবাই করে। শুধু তাই নয়, মাংস পোড়ানোও শুরু করে। এর মধ্যে এক ড্রাইভার বিষয়টি দেখে ফেলে এবং সবাইকে খবর দেয়। আমরা গিয়েও ওই অবস্থা দেখতে পাই।’

তিনি আরো বলেন, ‘ওরা চীনা নাগরিক, এজন্য আমরা কোনো পদক্ষেপ না নিয়ে পুলিশ কল করি। পুলিশ এসে ওদের থানায় নিয়ে যায়। আমরাও থানায় যাই। থানায় যাওয়ার আগে চীনা ওই নাগরিকদের সঙ্গে ইংরেজি ভাষায় কথা বলার চেষ্টা করি। তখন ওরা অল্পবিস্তর কথা বুঝতেছিল কিন্তু ওদের যখন থানায় নিয়ে যাওয়া হয় তখন ওরা অভিনয় শুরু করল-বাংলা ও ইংরেজি কোনো ভাষাই তারা বোঝে না।’

প্রাণ রায়ের পোষা কুকুরকে ভ্যাকসিন দেয়া আছে। কুকুরগুলোকে চিকিৎসা ও সুষম খাবার দিয়ে লালন-পালন করা হয় বলেও জানান তিনি। জানা গেছে, অভিযুক্ত দুই চীনা নাগরিকের নাম চিমিং ও লিয়ান। পেশায় তারা ভিডিও গেমস সফটওয়্যার ইঞ্জিনিয়ার।



রাইজিংবিডি/ঢাকা/১৩ নভেম্বর ২০১৮/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়