ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টির আহ্বান

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৭, ২০ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টির আহ্বান

নিজস্ব প্রতিবেদক : ‘উচ্চ শিক্ষার ক্ষেত্রে আমরা গবেষণার ওপর জোর দিচ্ছি। বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা আরো বাড়াতে হবে। গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি করতে হবে। আমরা এখন অন্য দেশ থেকে জ্ঞান ও প্রযুক্তি আমদানি করি। জ্ঞান, প্রযুক্তি ও দক্ষতা রপ্তানি করার যোগ্যতা আমাদের অর্জন করতে হবে।’

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল মাঠে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড-২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসব কথা বলেন। ডাচ-বাংলা ব্যাংক এ অলিম্পিয়াডের আয়োজন করেছে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের নতুন প্রজন্ম অনেক মেধাবী। এ প্রজন্মকে বিশ্বমানের জ্ঞান, প্রযুক্তি ও দক্ষতায় গড়ে তুলতে হবে। এরাই নতুন বাংলাদেশ নির্মাণ করবে এবং ভবিষ্যতে নেতৃত্ব দেবে।’

তিনি আরো বলেন, ‘প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় ছেলে-মেয়েদের সমতা অর্জিত হয়েছে, এটা বিরাট অর্জন। বিজ্ঞানে শিক্ষার্থীর সংখ্যা ও হার বাড়ছে। শিক্ষার মান বাড়াতে পাঠ্যপুস্তক সহজ করতে হবে, পরীক্ষা পদ্ধতি সহজ ও আকর্ষণীয় করতে হবে এবং বইয়ের বোঝা কমাতে হবে।’

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. মুহাম্মদ জাফর ইকবাল, কথাসাহিত্যিক ও কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, ডাচ-বাংলা ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মো. শিরিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও অলিম্পিয়াড কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সাত্তার এবং কমিটির সভাপতি ড. খোরশেদ আহমেদ কবির ।

দুই দিনব্যাপী বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের উদ্বোধন করে শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবন নিয়ে আয়োজিত টেক ফেয়ার ঘুরে দেখেন শিক্ষামন্ত্রী।



রাইজিংবিডি/ঢাকা/২০ জানুয়ারি ২০১৭/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়