ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

‘গরু বেপারিদের পছন্দের হাটে যেতে দিতে হবে’

সাফিউল ইসলাম সাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪২, ১৭ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘গরু বেপারিদের পছন্দের হাটে যেতে দিতে হবে’

নিজস্ব প্রতিবেদক, সাভার : গরু বেপারিদের উপর জোর জবরদস্তি করে তাদের পছন্দের বাইরে অন্য হাটে ঢুকানো মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী।

শুক্রবার বিকেলে নবীনগর-চন্দ্রা মহাসড়ক পরিদর্শনে গিয়ে আশুলিয়ার বাইপাইলে তিনি এ কথা বলেন।

পুলিশ প্রধান বলেন, প্রতি বছর পশুবাহী ট্রাক হাটে যাওয়ার সময় রাস্তায় জোর করে অন্য হাটে নেওয়া হয়। কিন্তু এ বছর পুলিশের তৎপরতায় সড়কের কোথাও পশুবাহী ট্রাক আটকানো হচ্ছে না।

তিনি বলেন, বেপারিরা প্রয়োজনে নির্দিষ্ট হাটের ব্যানার লাগিয়ে নিতে পারেন, তাকে সেই হাটে পাঠাতে পুলিশ তৎপর রয়েছে।

আগামী ২২ আগস্ট সারা দেশে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। ঢাকা শহরে স্থায়ী-অস্থায়ী মিলে ২৩টি পশুর হাট বসেছে। এ সব হাটে বিভিন্ন স্থান থেকে কোরবানির পশু আসতে শুরু করেছে। 

পরিদর্শনকালে তার সঙ্গে ঢাকা রেঞ্জের ডিআইজি আবদুল্লাহ আল মামনু, জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, ঢাকা শিল্প পুলিশ-১ এর পরিচালক সানা শামীনুর রহমান শামীম, ঢাকা জেলার অতিরিক্তি পুলিশ সুপার সাইদুর রহমানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/সাভার/১৭ আগস্ট ২০১৮/সাফিউল ইসলাম সাকিব/বকুল 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়