ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

গর্ত ধসে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় মামলা

আব্দুল্লাহ আল নোমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৮, ৮ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গর্ত ধসে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটের কোম্পানীগঞ্জের শাহ আরপিন টিলায় নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে পাথর উত্তোলনকালে গর্ত ধসে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের হয়েছে।

গর্ত করার আদেশ প্রদানকারী রহিম মিয়াকে আসামি করে মঙ্গলবার মামলাটি দায়ের করেন নিহত শ্রমিক সেলিম মিয়ার স্ত্রী রাজিয়া বেগম। বিষয়টি জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম।

সোমবার বিকেলে স্থানীয় নারায়ণপুর গ্রামের রহিম মিয়ার মালিকানাধীন পাথর উত্তোলনের গর্ত আকস্মিক ধসে পড়লে নিখোঁজ হন পাথর শ্রমিক দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আনোয়ার হোসেনের ছেলে সেলিম মিয়া (২৫) ও ওয়াজিদ আলির ছেলে নুরুল হক (৩০)। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গর্তের পানি অপসারণ করে রাতে সেলিম মিয়ার এবং মঙ্গলবার সকালে নুরুল হকের মৃতদেহ গর্ত থেকে উদ্ধার করে।

মামলার আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওসি তাজুল।

টিলা কেটে পাথর উত্তোলনের ওপর আদালতের নিষেধাজ্ঞা থাকলেও এক শ্রেণির প্রভাবশালী ও পাথরখেকো নির্বিচারে টিলা কেটে পাথর উত্তোলন করছে। এ কারণে সেখানে হতাহতের ঘটনা বাড়ছে। গত বছরে এই স্থানে অন্তত ২০ শ্রমিকের প্রাণহানির ঘটনা ঘটে।




রাইজিংবিডি/সিলেট/৮ জানুয়ারি ২০১৯/আব্দুল্লাহ আল নোমান/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়