ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

গাজীপুরে বাবা-মেয়ের আত্মহত্যা : মূল আসামি গ্রেপ্তার

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৭, ২৭ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গাজীপুরে বাবা-মেয়ের আত্মহত্যা : মূল আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বাবা-মেয়ের আত্মহত্যার ঘটনায় করা মামলার মূল আসামি ফারুককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার দিবগত রাতে সাভারের ইসলাম নগরে অভিযান চালিয়ে ফারুককে গ্রেপ্তার করে র‌্যাব-১।

শনিবার বিকেলে কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সারোয়ার বিন কাশেম ফারুকের জবানবন্দির বরাত দিয়ে জানান, ধর্ষণের বিষয়টি জানাজানি হওয়ায় ওই পরিবার সামাজিকভাবে হেয় হয়েছিল। বিষয়টি তারা মেনে নিতে পারছিলেন না। সামাজিকভাবে কোনো প্রতিকার না পেয়ে বাবা-মেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন।

গত ২৯ এপ্রিল শনিবার সকালে শ্রীপুর রেলওয়ে স্টেশন এলাকায় শ্রীপুরের সিটপাড়া গ্রামের দিনমজুর হজরত আলী ও তার পালিত কন্যা আয়েশা আক্তার ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।

হজরত আলীর স্ত্রী হালিমা বেগমের অভিযোগ, তার মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে স্থানীয় বখাটে ফারুক। এলাকার মানুষ টের পেয়ে ওই মেয়েকে রক্ষা করে। এ ঘটনা স্থানীয় ইউপি সদস্য ও থানা পুলিশকে জানিয়ে প্রতিকার না পেয়ে মেয়েকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন হজরত আলী।

পরে এ ঘটনায় হালিমা বেগম স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেনসহ সাতজনের বিরুদ্ধে কমলাপুর থানায় মামলা দায়ের করেন। 



রাইজিংবিডি/ঢাকা/২৭ মে ২০১৭/নূর/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়