ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

গাজীপুরে সরকারি জমি দখল : হাউজিংয়ের মালিক কারাগারে

হাসমত আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৯, ৯ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গাজীপুরে সরকারি জমি দখল : হাউজিংয়ের মালিক কারাগারে

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরে সরকারি খাস জমি দখল ও জলাশয় ভরাটের অভিযোগে দায়ের হওয়া মামলায় ছায়াকুঞ্জ হাউজিংয়ের মালিক ও ব্যবস্থাপনা পরিচালককে  কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার অভিযুক্তরা জামিন আবেদন করলে তা না মঞ্জুর করে আদালত এ নির্দেশ দেন।

গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুস সালাম জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর সাতাইশের দাড়াইল ঘুসুলিয়া মৌজার প্রায় এক হাজার ৫০০ একর সরকারি খাস জমি ও জলাশয় অবৈধভাবে দখল করে এম. এ. ওয়াহাব অ্যান্ড সন্স নামের একটি প্রতিষ্ঠান। পরে ওই প্রতিষ্ঠানের আবাসন প্রকল্প ছায়াকুঞ্জ ৫ ও ৬ এর অধীনে  জমিগুলো ভরাট করা হয়। এ ঘটনায় ওই প্রতিষ্ঠানের মালিক মো. কামরুজ্জামান ও ব্যবস্থাপনা পরিচালক শহীদ রেজার বিরুদ্ধে গত ৫ জুলাই গাজীপুর আদালতে মামলা করে পরিবেশ অধিদপ্তর। আদালত সমন জারি করলে মঙ্গলবার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-১ এ হাজির হয়ে জামিন প্রার্থণা করে অভিযুক্ত। শুনানি শেষে বিচারক ইলিয়াস রহমান জামিন আবেদন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।



রাইজিংবিডি/ গাজীপুর/ ৯ অক্টোবর ২০১৮/ হাসমত আলী/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়