ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

গৃহবধূকে আত্মহত্যার প্ররোচনার বিচার দাবি

তানভীর হাসান তানু || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৪, ৩০ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গৃহবধূকে আত্মহত্যার প্ররোচনার বিচার দাবি

ঠাকুরগাঁও সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার খালড়া গ্রামের গৃহবধূ মৌসুমী আক্তারকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন।

শনিবার দুপুরে বাংলাদেশ মহিলা পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে আমাদের বাজার মার্কেটের জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনে দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার ভারপ্রাপ্ত সহ-সভাপতি আইরিন পারভীন লুনা, সাধারণ সম্পাদক সুচরিতা দেব, লিগ্যাল এইডের সম্পাদক শামীমা সুলতানা, সাংগঠনিক সম্পাদক শাহানাজ বেগম পারুল।

সুচরিতা দেব তার বক্তব্যে বলেন, গত ১৪ ডিসেম্বর রাতে মধ্য খালড়া গ্রামের বালিয়াপুকুর পাড়ার জাহাঙ্গীরের স্ত্রী মৌসুমী আক্তারকে যৌতুকের দাবিতে নির্যাতন আড়াল করার উদ্দেশ্যে পরকীয়া প্রেমের অপবাদ দিয়ে সালিশে দোররা মেরে সংসার করার বিধান দেওয়া হয়। এ অপমান সহ্য করতে না পেরে গত ২১ ডিসেম্বর বিকেলে আত্মহত্যা করেন মৌসুমী আক্তার।

তিনি বলেন, বাংলাদেশ মহিলা পরিষদ সরেজমিন তদন্তে জানতে পারেছে- মেয়েটিকে  সালিশের নামে বিভিন্নভাবে অপমান ও শারীরিক নির্যাতন করা হয়, যেটি আইনের দৃষ্টিতে দণ্ডনীয় অপরাধ। সালিশে বিচারের নামে মৌসুমী আক্তারকে যারা আত্মহত্যার পথে ঠেলে দিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে বাংলাদেশ মহিলা পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখা।



রাইজিংবিডি/ঠাকুরগাঁও/৩০ ডিসেম্বর ২০১৭/তানভীর হাসান তানু/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়