ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

গোদাগাড়ী সীমান্তে ২ কেজি হেরোইন উদ্ধার

তানজিমুল হক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৮, ১৬ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গোদাগাড়ী সীমান্তে ২ কেজি হেরোইন উদ্ধার

উদ্ধার করা হেরোইন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে প্রায় ৪৪ লাখ টাকা মূল্যের ২ কেজি ভারতীয় হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার সকাল ৭টার দিকে উপজেলার মৌলভী ক্যানেল পদ্মাচর এলাকা থেকে হেরোইনগুলো উদ্ধার করা হয়।

দুপুরে বিজিবির ১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সোহেল উদ্দিন পাঠান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ভারত থেকে হেরোইন আনার গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির গোদাগাড়ী সীমান্ত ফাঁড়ির একটি টহল দল পদ্মাচরে অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানিরা পালিয়ে যায়। তবে সেখান থেকে উদ্ধার করা হয় তাদের ফেলে যাওয়া ২০টি প্যাকেটে ২ কেজি হেরোইন।

তিনি আরো জানান, হেরোইনগুলোর আনুমানিক মূল্য ৪৪ লাখ টাকা। এ ঘটনায় গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।



রাইজিংবিডি/রাজশাহী/১৬ জানুয়ারি ২০১৭/তানজিমুল হক/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়