ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বাদল সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৯, ১১ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে বিদ্যুতায়িত হয়ে মিজানুর রহমান (২২) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে জেলা শহরে শেখ সায়েরা খাতুন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ভবন নির্মাণের সময় এ ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান রংপুরের বদরগঞ্জ থানার শিবপুর সরকার পাড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।

নির্মাণাধীন কাজের সাব-কন্ট্রাক্টর মেসার্স সাদিয়া এন্টারপ্রাইজের প্রকৌশলী মো. আক্তার হোসেন জানিয়েছেন, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ওয়াহিদ কন্সট্রাকশন শেখ সায়েরা খাতুন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নির্মাণ প্রকল্পের হাসপাতাল নির্মাণের কাজ পায়। ওই কাজের সাব-কন্ট্রাক্ট নেয় মেসার্স সাদিয়া এন্টারপ্রাইজ নামে অপর একটি প্রতিষ্ঠান।

শুক্রবার ভবনের কাস্টিংয়ের কাজ করার সময় ইলেকট্রিক ভাইব্রেটর মেশিনে বিদ্যুতায়িত হয়ে নির্মাণ শ্রমিক মিজানুর ঘটনাস্থলে মারা যান। পরে ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শ্রমিকরা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যু নিশ্চিত হওয়ার পর ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা পুলিশকে না জানিয়ে ও ময়নাতদন্ত ছাড়াই লাশ নিহতের বাড়িতে পাঠিয়ে দেয়।

গোপালগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ও জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ফারুক আহমেদ বলেন, ‘আমি নিহতের সাথে আসা লোকদের ময়নাতদন্তের কথা বলেছিলাম। কিন্তু তারা ময়নাতদন্ত না করেই লাশ নিয়ে গেছে।’

বিষয়টি পুলিশকে জানিয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি ব্যস্ত আছি। পরে কথা বলব।’

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে জানায়নি। পরবর্তীকালে আমি ঘটনাটি জানতে পেরেছি।’



রাইজিংবিডি/গোপালগঞ্জ/১১ মে ২০১৮/বাদল সাহা/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়