ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

গোপালগঞ্জের তিন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

বাদল সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৮, ২৬ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গোপালগঞ্জের তিন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

গোপালগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন সরকারি কেন্দ্রীয় কোষাগার থেকে পাওয়ার দাবিতে কর্মবিরতি পালন করেছেন গোপালগঞ্জের তিন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন, জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।

বুধবার সকাল ১১টার দিকে গোপালগঞ্জ, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ পৌরসভার সামনে এসে জড়ো হন। এ সময় তারা সেখানে অবস্থান নিয়ে এক ঘণ্টা কর্মবিরতি পালন করেন।

পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে গোপালগঞ্জ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি কে জি এম মাহামুদ, বৃহত্তর ফরিদপুর আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মো. হারুনার রশীদ, গোপালগঞ্জে জেলা কমিটির সভাপতি এসএম সাজ্জাদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় বক্তরা পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন সরকারি কেন্দ্রীয় কোষাগার থেকে পাওয়ার দাবি জানান।



রাইজিংবিডি/গোপালগঞ্জ/২৬ এপ্রিল ২০১৭/বাদল সাহা/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়