ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

গ্যাসের দুই সহস্রাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

রফিক সরকার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৬, ২০ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গ্যাসের দুই সহস্রাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় তিতাস গ্যাস কর্তৃপক্ষের দ্বিতীয় দিনের অভিযানে দুই সহস্রাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

আজ সোমবার দিনব্যাপী উপজেলার বাহাদুরসাদী ও জামালপুর ইউনিয়নের দুটি পয়েন্টে অভিযান পরিচালিত হয়েছে। 

বাহাদুরসাদী, বাশাইর, চর জামালপুর, বারইপাড়া গ্রামের পাঁচ কিলোমিটার এলাকার দুই সহস্রাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। এ সময় বেশ কিছু রাইজার ও পাইপ জব্দ করা হয়েছে।  

তিতাস গ্যাসের টঙ্গী জোনাল মার্কেটিং অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেবের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন টঙ্গী জোনের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী রফিকুল ইসলাম, মো. আব্দুর রাজ্জাক, মেজবাউর রহমান, সহকারী প্রকৌশলী রেদোয়ানুজ্জামান, শাহ মো. এমদাদ, মো. নুজরুল ইসলাম প্রমুখ।

প্রকৌশলী অজিত চন্দ্র দেব জানান, তিতাস গ্যাস কর্তৃপক্ষের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ গ্যাস সংযোগ থাকা পর্যন্ত এ অভিযান চলবে।

তিনি জানান, অভিযানের খবরে অনেকে স্বেচ্ছায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করছেন।  



রাইজিংবিডি/কালীগঞ্জ/২০ ফেব্রুয়ারি ২০১৭/রফিক সরকার/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়