ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

গ্রিন ইউনিভার্সিটিতে মুজিবনগর দিবস পালিত

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৭, ২০ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গ্রিন ইউনিভার্সিটিতে মুজিবনগর দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক : গ্রিন ইউনিভার্সিটিতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির।

তিনি বলেন, মুজিবনগর সরকার গঠন না হলে বাংলাদেশের বিজয় অর্জন আরো পিছিয়ে যেতে পারত।

ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, মহান মুক্তিযুদ্ধের স্বীকৃতি আদায়ে মুজিবনগর সরকারের ভূমিকা ছিল অপরিহার্য। তিনি নতুন প্রজন্মকে মুজিবনগর দিবসের ইতিহাস জানার আহ্বান জানান।

আলোচনা সভায় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ফৈয়াজ খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ মো. শহীদ উল্লাহ, রেজিস্ট্রার লেফট্যানেন্ট জেনারেল মো. মইনুল ইসলাম (অব.), অধ্যাপক ড. গোলাম আহমেদ ফারুকী, কে এম ওয়াজেদ কবির প্রমুখ।

সভা শেষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।



রাইজিংবিডি/ঢাকা/২০ এপ্রিল ২০১৭/সাওন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়