ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ঘুড়ি উৎসবে উচ্ছ্বাসে মাতলো সিলেট

রফিকুল ইসলাম কামাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৫, ২৮ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঘুড়ি উৎসবে উচ্ছ্বাসে মাতলো সিলেট

নিজস্ব প্রতিবেদক, সিলেট : আধুনিকতার ফাঁদে যান্ত্রিকতা ঘিরে ধরেছে চারপাশ। খোলা মাঠ নেই, উঁচু ভবনের আড়ালে হারিয়েছে আকাশ। একসময় শহর-নগরে ঘুড়ি নিয়ে শিশু-কিশোরদের যে উচ্ছ্বাস ছিল, তারও দেখা মেলে না এখন।

সেই উচ্ছ্বাসময় স্মৃতি যেন ফিরে এলো সিলেট এমসি কলেজ মাঠে। শনিবার দিনভর রঙবেরঙের ঘুড়ি নিয়ে যেখানে ঝড়ো হয়েছিলেন পাঁচ শতাধিক শিশু-কিশোর-যুবক-বৃদ্ধ।

সিলেট সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদের উদ্যোগে ‘ঘুড়ি উৎসব’-এ অংশ নিতেই ঝড়ো হয়েছিলেন তারা। দিনব্যাপী ঘুড়ি উৎসবের মধ্যে ছিল বাহারি ঘুড়ি প্রদর্শন ও আকাশে ঘুড়ি কাটাকাটি।

শনিবার সকাল থেকেই বাহারি নাম ও বাহারি রঙের ঘুড়ি নিয়ে আসতে থাকেন সবাই। পংকীরাজ, গাঙচিল, নিমাইরাজ, এরোপ্লেন, ডিজিটাল বাংলাদেশসহ নানা নামের ঘুড়ি আকাশে রঙ ছড়ায় বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। আকাশে যখন উড়ছিল ঘুড়ি, নিচে তখন চলছিল ঘুড়ির প্রদর্শনী।

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও প্রাক্তন মেয়র বদর উদ্দিন আহমদ কামরান সকাল ১০টায় ঘুড়ির উৎসবের উদ্বোধন করেন।



এ সময় আওয়ামী লীগ নেতা আ ন ম শফিকুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জাতীয় ক্রীড়া ব্যক্তিত্ব রণজিৎ দাস, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমেদ সেলিম, সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবদুল খালিক, সিলেট জজকোর্টের অতিরিক্ত পিপি শামসুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী ঘুড়ি উৎসব শেষে বিকেলে বিজয়ী ২০ জনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।



রাইজিংবিডি/সিলেট/২৮ জানুয়ারি ২০১৭/কামাল/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়