ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঘূর্ণিঝড়ে ১৮ ঘর বিধ্বস্ত

বিলাস দাস || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৪, ২৪ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঘূর্ণিঝড়ে ১৮ ঘর বিধ্বস্ত

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমন্তাজ ইউনিয়নে সোমবার দুপুরে আকস্মিক ঘূর্ণিঝড়ে ১৮টি ঘর বিধ্বস্ত হয়েছে। শত শত গাছপালা উপড়ে গেছে। এতে পাঁচজন আহত হয়েছে।

চরমন্তাজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মিয়া জানান, দুপুরে ইউনিয়নের চরলক্ষ্মী, মাঝের চর, নলুয়া বাজার এলাকায় আকস্মিক ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগে টানা বৃষ্টি ও জলোচ্ছ্বাসে ইউনিয়নের একটি বেড়িবাঁধের ৩০ ফুট ভেঙে যাওয়ায় বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছে কয়েক শত মানুষ।

রাঙ্গাবালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ জানান, দুপুরে আকস্মিক ঘূর্ণিঝড় আঘাত হানলে উপজেলার ১৮টি ঘর বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে আটটি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়। শত, শত গাছপালা উপড়ে গেছে। এতে পাঁচজন আহত হয়েছে।

টানা ভারি বর্ষণে জেলার বেশ কিছু মাছের ঘের তলিয়ে গেছে বলে স্থানীয়দের সঙ্গে কথা জানা গেছে।



রাইজিংবিডি/পটুয়াখালী/২৪ জুলাই ২০১৭/বিলাস দাস/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়