ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে চোরের হামলায় নিহত ১

গাজী হানিফ মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৫, ১ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে চোরের হামলায় নিহত ১

নরসিংদী সংবাদদাতা : ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে চোরের হামলায় গোলাপ মিয়া (৫০) নামে এক নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। বিদ্যুৎ কেন্দ্রের পাওয়ার হাউজে রোববার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

এ সময় আহত হয়েছেন নিরাপত্তাকর্মী সাজ্জাদ রহমান (৩০) ও নিরাপত্তা সুপারভাইজার আবুল কালাম আজাদ (৫৫) ।

নিহত গোলাপ মিয়ার বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায়।

পুলিশ ও ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা শাখার সহকারী পরিচালক কামাল মজুমদার জানান, রাত দুইটার দিকে একদল চোর ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের পাওয়ার হাউজে ঢুকে ক্যাবল চুরি শুরু করে। টের পেয়ে নিরাপত্তাকর্মীরা চুরি প্রতিরোধের চেষ্টা করে এবং চুরি হতে যাওয়া ক্যাবল উদ্ধার করে। এতে চোরেরা ক্ষিপ্ত হয়ে কর্তব্যরত নিরাত্তাকর্মীদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালালে ঘটনাস্থলেই নিরাত্তাকর্মী গোলাপ মিয়া নিহত হন। এসময় আহত দুইজন বিদ্যুৎ কেন্দ্রের চিকিৎসা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে সকালে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।

পলাশ থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিরাপত্তাকর্মী গোলাপ মিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পলাশ থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



রাইজিংবিডি/নরসিংদী/১ এপ্রিল ২০১৯/গাজী মাহমুদ/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়