ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

চট্টগ্রামে আগুনে পুড়েছে ৯০ বসতঘর

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৪, ২৮ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে আগুনে পুড়েছে ৯০ বসতঘর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকায় আগুনে পুড়ে গেছে ৯০টি বসতঘর।

মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত আগুনে পুড়ে ছাই হয় এসব বসতঘর। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে।

ফায়ার সার্ভিস বিভাগের উপ-সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দী জানান, দুপুরে মুরাদপুরের চেয়ারম্যান কলোনিতে অগ্নিকাণ্ডের সূচনা হয়। আগুনে এলাকার প্রায় ৯০টি কাঁচা ও সেমিপাকা ঘর পুরোপুরি পুড়ে গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চন্দনপুরা, আগ্রাবাদ, কালুরঘাট ও বায়েজিদ স্টেশন থেকে ১০টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বিকেল তিনটার দিকে আগুন পূর্ণ নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

আগুনে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। তবে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বলছে অগ্নিনির্বাপণ কর্মীরা প্রায় কোটি টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছেন।



রাইজিংবিডি/চট্টগ্রাম/২৮ মার্চ ২০১৭/রেজাউল করিম/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়