ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

চট্টগ্রামে ইউএসটিসির শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫২, ২৭ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে ইউএসটিসির শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক,  চট্টগ্রাম : চট্টগ্রামের খুলশিতে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউএসটিসির শিক্ষার্থীরা বিএমডিসি নিবন্ধনের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে।

সোমবার দুপুরে শিক্ষার্থীরা নগরীর খুলশীর জাকির হোসেন সড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।

এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়কের ওপর বসে স্লোগান দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এতে সড়কে দুই পাশে শত শত গাড়ি আটকা পড়ে।

খুলশী থানার এসআই মুকুল মিয়া শিক্ষার্থীদের সড়ক অবরোধের সত্যতা নিশ্চিত করে বলেন, শিক্ষার্থীদের শান্তভাবে বুঝিয়ে সড়ক থকে সরিয়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, পাঁচ শিক্ষাবর্ষে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করায় বিএমডিসি নিবন্ধন জটিলতার সৃষ্টি হয়। সর্বশেষ স্বাস্থ্য মন্ত্রণালয় এই বিশ্ববিদ্যালয়কে ১০ কোটি টাকা জরিমানা ধার্য করে এক মাসের সময় বেঁধে দিয়েছিল। ইউএসটিসি কর্তৃপক্ষ জরিমানা পরিশোধের আশ্বাস দিলেও শেষপর্যন্ত জমা দেয়নি। এর ফলে এই বিশ্ববিদ্যালয় থেকে পাস করে শিক্ষার্থীরা বিএমডিসির নিবন্ধন পাচ্ছেন না। নিবন্ধনের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা।



রাইজিংবিডি/চট্টগ্রাম/২৭ মার্চ ২০১৭/রেজাউল/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়