ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চট্টগ্রামে কে কার সাথে লড়ছেন

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৯, ১২ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে কে কার সাথে লড়ছেন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : প্রতীক বরাদ্দের পর মাঠে নেমে পড়েছেন চট্টগ্রামের আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন দলের ১১৪ প্রার্থী। নিজ নিজ প্রতীকের প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা।

অব্যাহত রয়েছে ছোট ছোট গণসংযোগ, পথসভা। বিলি করা হচ্ছে লিফলেটসহ নানা ধরণের প্রচারপত্র। ফেসবুক পেজ খুলে সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচার চালাচ্ছেন তারা।

চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে ১৮০ জন মনোনয়নপত্র দাখিল করেন। যাছাই বাছাই এবং প্রত্যাহার শেষে ১৬ আসনে এখন চূড়ান্ত প্রার্থীর সংখ্যা ১১৪। এর মধ্যে কোন ১৬ জন বিজয়ের হাসি হাসবেন তা বলে দেবে ৩০ ডিসেম্বরের ভোট।

এক নজরে দেখে নেওয়া যাক চট্টগ্রামে কোন আসনে কে কার সাথে লড়ছেন:

চট্টগ্রাম-১ (মীরসরাই): এই আসনে আওয়ামী লীগের প্রার্থী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং তার প্রতিদ্বন্দ্বী বিএনপির নুরুল আমিন।

চট্টগ্রাম- ২ (ফটিকছড়ি): এই আসনে মহাজোটের প্রার্থী নৌকা প্রতীকে তরিকত ফেডারেশনের সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম এবং বিএনপির মো. আজিম উল্লাহ বাহার।

চট্টগ্রাম- ৩ (সন্দ্বীপ): এই আসনে আওয়ামী লীগের প্রার্থী মাহফুজুর রহমান মিতার সাথে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির মোস্তফা কামাল পাশা।

চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড): আওয়ামী লীগের দিদারুল আলম এর প্রতিদ্বন্দ্বী বিএনপির ইসহাক কাদের চৌধুরী।

চট্টগ্রাম- ৫ (হাটহাজারী): মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং তার সাথে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের শরিক দল কল্যাণ পার্টির মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।

চট্টগ্রাম-৬ (রাউজান): আওয়ামী লীগের প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরীর সাথে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির জসিম উদ্দিন সিকদার।

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া): আওয়ামী লীগের ড. হাছান মাহমুদের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের শরিক দল এলডিপির প্রার্থী নুরুল আলম।

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী): মহাজোটের শরিক দল জাসদ একাংশের  প্রার্থী মঈনউদ্দীন খান বাদলের প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবু সুফিয়ান। এ আসনের অপর প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলুর ছোট ভাই হাসান মাহমুদ চৌধুরী।

চট্টগ্রাম-৯ (কোতয়ালী): আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেলের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী  ডা. শাহাদাত হোসেন।

চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-খুলশি-হালিশহর): আওয়ামী লীগের প্রার্থী ডা. আফছারুল আমীনের প্রতিদ্বন্দ্বী বিএনপির হেভিওয়েট প্রার্থী আব্দুল্লাহ আল নোমান।

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা): আওয়ামী লীগের প্রার্থী এম আবদুল লতিফের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির হেভিওয়েট প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

চট্টগ্রাম-১২ (পটিয়া): আওয়ামী লীগের প্রার্থী সামশুল হক চৌধুরীর প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. এনামুল হক।

চট্টগ্রাম- ১৩ (আনোয়ারা-কর্ণফুলী): আওয়ামী লীগের প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এর প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির সরওয়ার জামাল নিজাম।

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ): আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম চৌধুরীর প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের শরিক দল এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া): আওয়ামী লীগের প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতের শীর্ষ নেতা আ ন ম শামসুল ইসলাম।

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী): আওয়ামী লীগের প্রার্থী মোস্তফিজুর রহমান চৌধুরীর প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী জাফরুল ইসলাম চৌধুরী।

চট্টগ্রাম মহানগরী ও জেলা মিলিয়ে ১৬ আসনে মোট ভোটার সংখ্যা ৫৬ লাখ ৩৯ হাজার ৩৬৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৯ লাখ ১৪ হাজার ৪২১ ও মহিলা ভোটার ২৭ লাখ ২৪ হাজার ৯৪২। চট্টগ্রাম মহানগরীর ভোটার সংখ্যা ১৯ লাখ ৩ হাজার ৬৮৫ জন।



রাইজিংবিডি/চট্টগ্রাম/১২ ডিসেম্বর ২০১৮/রেজাউল/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়