ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু প্রধান নিহত

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২২, ১৯ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু প্রধান নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কালাম ওরফে ল্যাংড়া কালাম নামে এক জলদস্যু নিহত হয়েছেন।

বুধবার ভোরে মহানগরীর চকবাজার থানার পলোগ্রাউন্ড এলাকায় এ ঘটনা ঘটে। কামাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মোস্ট ওয়ান্টেড অপরাধী। ঘটনাস্থল থেকে একটি একে-২২ রাইফেল ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতা উদ্দিন আহাম্মেদ জানান, বুধবার ভোরে র‌্যাবের একটি দল নগরীর পলোগ্রাউন্ড এলাকায় টহলে যায়। এ সময় সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে।  এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ল্যাংড়া কালামের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, ল্যাংড়া কালাম ফেনীর সোনাগাজী উপজেলার সংঘবদ্ধ জলদস্যু দলের প্রধান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মোস্ট ওয়ান্টেড অপরাধী।



রাইজিংবিডি/চট্টগ্রাম/১৯ জুলাই ২০১৭/রেজাউল করিম/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়