ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

চট্টগ্রামে হকার উচ্ছেদে চসিকের অভিযান

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৪, ১৮ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে হকার উচ্ছেদে চসিকের অভিযান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর আন্দরকিল্লা এলাকায় অবৈধ হকারদের উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত সিটি করপোরেশনের নির্বাহী  ম্যাজিস্ট্রেট সনজিদা শারমিন ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌসের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে নগরীর কোতোয়ালি থানাধীন আন্দরকিল্লার মোড় থেকে লালদিঘীর উত্তর পাড় পর্যন্ত, আন্দরকিল্লা রোডের উভয় পাশের ফুটপাথ, নালা ও রাস্তার ওপর অবৈধভাবে দখল করে গড়া ৫০ টির মত ভাসমান দোকান ও দোকানের অবকাঠামো উচ্ছেদ করা হয়। উচ্ছেদের আগে সিটি করপোরেশন থেকে দখলদারদের ওঠে যাওয়ার জন্য সময়সীমা বেধে দেওয়া হয়েছিল। সময়সীমা অতিক্রম করায় এই অভিযান চালানো হয়।

অভিযানকালে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।



রাইজিংবিডি/চট্টগ্রাম/১৮ সেপ্টেম্বর ২০১৭/রেজাউল/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়