ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

চট্টগ্রামে ১০ লক্ষাধিক টাকার অবৈধ কাঠ আটক

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৭, ১৯ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে ১০ লক্ষাধিক টাকার অবৈধ কাঠ আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার বারআউলিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশ ও বন বিভাগের যৌথ অভিযানে প্রায় ১০ লক্ষাধিক টাকার অবৈধ কাঠবোঝাই একটি কাভার্ডভ্যান আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে ফৌজদার হাট ফরেস্ট চেক স্টেশন এবং বারআউলিয়া থানা পুলিশের একটি টিম এই অভিযান পরিচালনা করে।

ফৌজদারহাট স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে কাভার্ডভ্যান বোঝাই করে বিপুল পরিমাণ অবৈধ কাঠ ঢাকা পাচার হচ্ছিল। খবর পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারআউলিয়া এলাকায় কাভার্ডভ্যানটি (নং ঢাকা মেট্রো-ট- ১৪-৪৪১৪) আটক করে তল্লাশি চালানো হয়। ট্রাকের ভিতর থেকে ১০ লক্ষাধিক টাকা মুল্যের ৫০০ ঘনফুট, সেগুন গামারিসহ বিভিন্ন প্রজাতির কাঠ উদ্ধার করা হয়। কাভার্ডভ্যানসহ অবৈধকাঠ বন বিভাগের হেফাজতে জব্দ করা হয়েছে। এ ব্যাপারে বিভাগীয় বন মামলা দায়ের করা হয়েছে।



রাইজিংবিডি/চট্টগ্রাম/ ১৯ ফেব্রুয়ারি/ ২০১৯/রেজাউল/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়