ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চট্টগ্রামে ২৫৭টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৯, ১৫ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে ২৫৭টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর ৪১টি ওয়ার্ডে ২৫৭টি স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় চট্টগ্রামের দামপাড়াস্থ জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ব্যবস্থাপনায় ১৬৩টি স্থানে এবং কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির ব্যবস্থাপনায় ৯৪টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদের জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সিটি করপোরেশনের উদ্যোগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঈদের প্রধান জামাত সকাল ৮টায় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার মুহাদ্দিছ আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী। একই স্থানে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল পৌনে ৯টায়।

চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর নামাজের প্রধান জামাত অনুষ্ঠিত হবে এমএ আজিজ স্টেডিয়ামসংলগ্ন জিমনেসিয়াম মাঠে সকাল সাড়ে ৮টায়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে দামপাড়া পুলিশ লাইন মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়া নগরীর নগরীর ৪১টি ওয়ার্ডের প্রতি ওয়ার্ডে করপোরেশনের কাউন্সিলরদের তত্ত্বাবধানে একটি করে প্রধান ঈদ জামাতসহ ৪১টি ওয়ার্ডে সর্বমোট ১৬৩টি স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। লালদীঘি সিটি করপোরেশন শাহী জামে মসজিদে ঈদ জামাত হবে সকাল ৮টায়। জালালাবাদ আরেফিন নগর সিটি করপোরেশন কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদের ঈদ জামাত হবে সোয়া ৮টায়।

 

 

 

রাইজিংবিডি/চট্টগ্রাম/১৫ জুন ২০১৮/রেজাউল/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়