ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

চবিতে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

চবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২০, ২ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চবিতে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

চবি সংবাদদাতা : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

 

রোববার দিবাগত রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আবদুর রব হলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

মামুন প্রয়াত কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। ছাত্রলীগ নেতা তপু ও অভির ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

হাটহাজারী থানার এসআই জাহাঙ্গীর আলম বলেন, ‘ছাত্রলীগ নেতা তায়েফুল হক তপুর ওপর হামলার ঘটনায় ৩০ অক্টোবর দায়ের করা মামলায় ও আরেক ছাত্রলীগ নেতা ইমতিয়াজ অভির ওপর হামলার ঘটনায় ১৫ ডিসেম্বর দায়েরকৃত মামলায় মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’

 

প্রসঙ্গত, গত ২৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের আবদুর রব হলের ঝুপড়িতে শাখা ছাত্রলীগের সহসভাপতি তায়েফুল হক তপুকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এ ঘটনায় পরদিন দায়ের করা মামলায় মামুনকে আসামি করা হয়। এরপর ৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় লেডিস হলের ঝুপড়িতে শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ উদ্দিন অভিকে পিটিয়ে আহত করা হয়। ওই ঘটনায় ১৫ ডিসেম্বর দায়েরকৃত মামলায় মামুনকে আসামি করা হয়।

 

 

 

রাইজিংবিডি/চবি/২ জানুয়ারি ২০১৭/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়