ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বাতিল

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৪, ২৪ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বাতিল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্নাতক প্রথম বর্ষে ভর্তিচ্ছুদের জন্য দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ৫০৫ তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গ্রহন করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার অধ্যাপক ড. কামরুল হুদা।

ভারপ্রাপ্ত রেজিস্টার জানান, অ্যাকাডেমিক ও সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে কোনো শিক্ষার্থী দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে না। এখন থেকে চলতি শিক্ষাবর্ষের শিক্ষার্থীরাই শুধুমাত্র ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে মেধার ভিত্তিতে নির্বাচিত হওয়ার পর বিষয় নির্ধারণের জন্য যে সাক্ষাৎকার ডাকা হয় সেটিও বাতিল করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে মেধার ভিত্তিতে অনলাইনে বিষয় নির্ধারণ করে দেওয়া হবে বলে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কামরুল হুদা বলেন, অনলাইন প্রক্রিয়ায় কাজগুলো সম্পন্ন করা হচ্ছে। ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে ভর্তিচ্ছুদের সাক্ষাৎকারের জন্য আর ডাকা হবে হবে না। মেধার ভিত্তিতে অনলাইনে বিষয় নির্ধারণ করে দেওয়া হবে এবং নির্ধারিত বিষয়েই শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবে।




রাইজিংবিডি/চট্টগ্রাম/২৪ মে ২০১৭/রেজাউল/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়