ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চবিতে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ

চবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১১, ৮ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চবিতে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ

বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানের একটি চিত্র

চবি সংবাদদাতা : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কর্মরত সাংবাদিকদের নিয়ে শুরু হল তিন দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ।

 

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) আয়োজনে ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে এ প্রশিক্ষণ কর্মশালা।

 

রোববার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ডিন অফিসের কনফারেন্স কক্ষে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।

 

প্রশিক্ষণ কর্মশালা চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। প্রশিক্ষণ কর্মশালা প্রতিদিন সকাল ৯টায় শুরু হয়ে চলবে বিকেল ৩টা পর্যন্ত।

 

চবি সাংবাদিক সমিতির সভাপতি আবু বকর ছিদ্দিক রাহাতের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. কামরুল হুদা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী। কর্মশালার উদ্বোধন করেন আইন অনুষদের ডিন প্রফেসর এবিএম আবু নোমান।

 

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. কামরুল হুদা বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে সাংবাদিকদের জন্য বুনিয়াদি প্রশিক্ষণ অনেক গুরুত্বপূর্ণ। কারণ বিশ্ববিদ্যালয় পর্যায়ে সাংবাদিকতা বিভাগের বাহিরের শিক্ষার্থীরাও এ কাজে নিয়োজিত থাকেন। বেসিকের জন্যও পিআইবি এই প্রশিক্ষণ দিয়ে থাকে। আশা করি এই প্রশিক্ষণের মাধ্যমে কর্মরত সাংবাদিকদের জ্ঞান আরও সমৃদ্ধ হবে।

 

তিন দিনব্যাপী প্রশিক্ষণের সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন পিআইবির সহকারী প্রশিক্ষক নাসিমূল আহসান। প্রশিক্ষণের প্রথম দিন সাংবাদিকতার কলাকৌশলের ওপর প্রশিক্ষণ প্রদান করেন বাংলাভিশনের সিনিয়র নিউজ এডিটর রুহুল আমিন রুশদ। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয় কর্মরত ৩৫ জন সংবাদকর্মী।

 

উল্লেখ্য, বাংলাদেশ প্রেস ইনিস্টিটিউট (পিআইবি) সাধারণত জেলে-উপজেলা পর্যায়ের সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ দিয়ে থাকে। এবারই প্রথম বিশ্ববিদ্যালয় পর্যায়ের সাংবাদিকদের নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্তরত সাংবাদিকদের এ প্রশিক্ষণ দিচ্ছে সংস্থাটি।

 

 

রাইজিংবিডি/চবি/৮ জানুয়ারি ২০১৭/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়