ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চরমপন্থীর স্ত্রী থেকে জঙ্গির স্ত্রী

কাঞ্চন কুমার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৯, ৩ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চরমপন্থীর স্ত্রী থেকে জঙ্গির স্ত্রী

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারার অভিযানে আটক হয়েছে তিন নারী জঙ্গি।এই তিন নারীর যে পরিচয় বেরিয়ে এসেছে, তারমধ্যে জঙ্গি টলি আরার পরিচয় বেশ চাঞ্চল্যকর।তিনি চরমপন্থীর স্ত্রী থেকে জঙ্গির স্ত্রী হয়েছেন।

টলি আরার বর্তমান পরিচয় তিনি নব্য জেএমবি সদস্য আরমান আলীর স্ত্রী।

পুলিশ জানায়, টলি আরার স্বামী আরমান আলী ভেড়ামারার বাহাদুরপুর ইউনিয়নের ঠাকুর দৌলতপুরের বাসিন্দা। উভয়েরই এটা দ্বিতীয় বিয়ে। টলির প্রথম স্বামী ভেড়ামারা দৌলতপুরের শীর্ষ চরমপন্থী লালচাঁদ বাহিনীর প্রধান লালচাঁদের (ক্রসফায়ারে নিহত) সেকেন্ড ইন কমান্ড নান্টু গুড়ি। তিনিও ক্রসফায়ারে নিহত হন। টলি আরা দীর্ঘদিন ধরে ভেড়ামারা শহরে বসবাস করছেন।

গ্রেপ্তার হওয়া অপর দুই নারী হচ্ছেন- নব্য জেএমবির আমির আইয়ুব বাচ্চু ওরফে সাজিদ হাসানের স্ত্রী তিথী, তার পুরো নাম আশরাদী জাহান (৩০)। তিথীর বাড়ি নওগাঁয়। আর আইয়ুব বাচ্চুর বাড়ি রাঙামাটিতে। সংগঠনটির সদস্য রাজিকুল ওরফে তালহার স্ত্রী সুমাইয়ার পুরো নাম মাহমুদা খাতুন (২১)। বাড়ি নাটোরে বলে জানা গেছে।

এ ছাড়া ভেড়ামারার জঙ্গি আস্তানার বাড়ির মালিক নাসিমা খাতুনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে।নাসিমা খাতুন ২০১০ সাল পর্যন্ত জামায়াতে ইসলামীর রোকন ছিলেন। পরে রোকন পদ ছেড়ে দেন বলে জানা গেছে।



রাইজিংবিডি/কুষ্টিয়া/৩ জুলাই ২০১৭/কাঞ্চন কুমার/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়