ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চলন্ত ফ্যান খুলে পড়ে আহত জাবি শিক্ষার্থী

তহিদুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪২, ১০ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চলন্ত ফ্যান খুলে পড়ে আহত জাবি শিক্ষার্থী

জাবি সংবাদদাতা : চলন্ত সিলিং ফ্যান খুলে পড়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সিজার সরকার নামের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

আহত সিজার রসায়ন বিভাগের ৪৪ ব্যাচের শিক্ষার্থী ও মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট দলের সদস্য। সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় সিজার কেন্দ্রীয় গ্রন্থাগারে পড়ছিলেন। হঠাৎ মাথার ওপরে একটি চলন্ত সিলিং ফ্যান খুলে পড়ে। এতে তার মুখমণ্ডল ফেটে যায়। উপস্থিত শিক্ষার্থীরা তাকে দ্রুত বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে নিয়ে যান। পরে মেডিক্যালের কর্তব্যরত চিকিৎসক তাকে সাভারের একটি বেসরকারি হাসপাতালে রেফার্ড করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিকদার মো. জুলকারনাইন বলেন, ‘ফ্যান খুলে পড়ে সিজার মারাত্মক আহত হয়েছে। আমাদের মেডিক্যাল থেকে দুটি সেলাই দিয়ে তাকে সাভারে পাঠানো হয়। বিশ্ববিদ্যালয় থেকে তার চিকিৎসা ব্যয় বহন করা হবে।’

বর্তমানে ওই শিক্ষার্থী সাভারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।



রাইজিংবিডি/জাবি/১০ এপ্রিল ২০১৮/তহিদুল ইসলাম/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়