ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চলমান পদ্মাসেতুর কাজ শেষ হলেই দ্বিতীয় পদ্মাসেতু

মো. মনিরুল ইসলাম টিটো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১২, ২৯ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চলমান পদ্মাসেতুর কাজ শেষ হলেই দ্বিতীয় পদ্মাসেতু

ফরিদপুর প্রতিনিধি: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘আওয়ামীলীগ সরকার দেশ ও জনগনের উন্নয়নে বদ্ধ পরিকর। এ বারের নির্বাচনে জনগনের ভোটে ক্ষমতায় আসলে চলমান পদ্মা সেতু নির্মাণ শেষে পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা হবে।’

ফরিদপুরে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শনিবার তিনি কথা বলেন।

এ সময় তিনি খালেদা জিয়া সম্পর্কে বলেন, ‘একটি অরাজনৈতিক মামলায় বেগম খালেদা জিয়া সাজা ভোগ করছেন। বিএনপি’র নেতা-কর্মীদের দাবিতে তাকে মুক্ত করার ক্ষমতা সরকারের নেই।’

তিনি অপরাধ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থণার আহবান জানিয়ে বলেন, ‘রাষ্ট্রপতির সম্মতিতেই কেবল বেগম খালেদা জিয়া মুক্ত হতে পারেন।’

বিএনপিকে আয়নায় নিজের চেহারা দেখার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘তাদের সরকার আমলে দেশে সবচেয়ে ভোট ডাকাতির ঘটনা ঘটেছে। ২০০১ সালের নির্বাচনের কথা দেশবাসী এখনও ভুলে যায়নি।’

দেশ ও জনগনের উন্নয়নের স্বার্থে সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে ভোট প্রদানের মাধ্যমে পুনরায় আওয়ামীলীগকে নির্বাচিত করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

জনসভায় স্বেচ্ছাসেবক লীগ ফরিদপুর শাখার আহবায়ক শওকত আলী জাহিদের সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাউসারসহ স্থানীয় আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।




রাইজিংবিডি/ফরিদপুর/২৯ জুলাই ২০১৮/মো. মনিরুল ইসলাম টিটো/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়