ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চাঁদা আদায়কালে হাতিসহ ২ যুবক আটক

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৫, ১৮ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চাঁদা আদায়কালে হাতিসহ ২ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় পোষা হাতিকে দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীর কাছ থেকে চাঁদা আদায়কালে পুলিশ সাদ্দাম হোসেন (২৮) ও আব্দুর রাজ্জাককে (১৮) হাতিসহ আটক করেছে।

আজ মঙ্গলবার দুপুরে হাটহাজারী মাদ্রাসার নিকটস্থ নূর মসজিদ এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। পরে হাতি দিয়ে আর চাঁদাবাজি করবে না মর্মে মু্চলেখা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে দুটি হাতি দিয়ে উপজেলার চারিয়া এবং পৌর এলাকায় সড়কে গাড়ি থামিয়ে, দোকানে ভয় দেখিয়ে চাঁদা আদায় করছিলেন দুই যুবক। এতে রাস্তায় উৎসুক মানুষের ভিড় জমে এবং সড়কে যানজট লেগে যায়।

বিষয়টি জানতে পেরে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম থানার পুলিশকে তাদের আটক করতে নির্দেশ দেন। পুলিশ দুটি হাতিসহ দু্ইজনকে আটক করে থানায় নিয়ে যায়।

হাতি দিয়ে উপজেলার বিভিন্নস্থানে চাঁদাবাজি করা হচ্ছিল। তাদের আটক করায় স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম জানান, হাতি দিয়ে চাঁদা আদায়ের অপরাধে হাতিসহ দুইজনকে আটক করা হয়। পরে ‘আর চাঁদাবাজি করবে না’- মর্মে মু্চলেখা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।



রাইজিংবিডি/চট্টগ্রাম/১৮ জুলাই ২০১৭/রেজাউল করিম/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়