ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চাকরি ছাড়তে হচ্ছে ট্রাম্পের চিফ অব স্টাফকে

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩৪, ৯ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চাকরি ছাড়তে হচ্ছে ট্রাম্পের চিফ অব স্টাফকে

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার চিফ অব স্টাফ জন কেলি চলতি বছরের শেষে চাকরি ছেড়ে দেবেন।

গত কয়েক দিন ধরেই খবর শোনা যাচ্ছিল যে, জন কেলিকে চাকরি ছাড়ার জন্য চাপ দেওয়া হচ্ছে।

কিছু প্রতিবেদনে বলা হয়, অবসারপ্রাপ্ত নৌবাহিনী প্রধানের সাথে ট্রাম্পের সম্পর্ক বেশ খারাপ যাচ্ছিল।

ডোনাল্ড ট্রাম্প জন কেলিকে ‘চমৎকার লোক’ উল্লেখ করে জানিয়েছেন, আগামী দুই/এক দিনের মধ্যে তার স্থানে নতুন কারো নাম ঘোষণা করা হবে।

ট্রাম্প বলেন, ‘প্রায় দুই বছর ধরে জন কেলি আমার সাথে ছিলেন। আমি তার সেবার প্রশংসা না করে পারছি না।’

জন কেলি যখন ট্রাম্পের চিফ অব স্টাফের দায়িত্ব নেন তখন ট্রাম্প প্রশাসন তথ্যপাচার ও নানা ষড়যন্ত্রের মধ্য দিয়ে সময় পার করছিল। তিনি সেখানে শৃঙ্খলা আনার প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব নিয়েছিলেন।

কেলি তার দায়িত্ব পালনকালে বেশ কিছু সফলতার দাবি করেন। তবে তথ্যপাচার কখনোই পুরোপুরি বন্ধ হয়নি।

হোয়াইট হাউসে চাকরি সবসময়ই কঠিন। তবে ট্রাম্প প্রশাসনে জ্যেষ্ঠ কর্মকর্তাদের চাকরি যাওয়ার গতি খুবই বেশি। এর মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দুইবার, গণসংযোগ পরিচালক চারবার পরিবর্তন করেছেন। এ ছাড়া, চিফ অব স্টাফও এ নিয়ে দ্বিতীয়বার পরিবর্তন করা হচ্ছে।

তথ্য : বিবিসি




রাইজিংবিডি/ঢাকা/৯ ডিসেম্বর ২০১৮/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়