ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চাচা হত্যায় ভাতিজার যাবজ্জীবন

কাঞ্চন কুমার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১১, ২২ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চাচা হত্যায় ভাতিজার যাবজ্জীবন

রাজুকে আদালতে নেওয়া হচ্ছে

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় চাচা হত্যা মামলায় ভাতিজা রাজুকে (২২) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা গেছে, ঝিনাইদহ জেলার বাকচুয়া গ্রামের রাজুর মাকে তার চাচা আলতাফ হোসেন এবং চাচি শেফালী প্রায়ই গালিগালাজ করতেন। এ ঘটনায় গ্রাম্য সালিশ চলার সময় আলতাফ হোসেন রাজুর মাকে চরিত্রহীনা বলে অপবাদ দেন। এতে রাজু ক্ষুব্দ হয়ে ২০১৩ সালের ৯ এপ্রিল কুষ্টিয়া সদর উপজেলার হাতিয়া বাজারে আলতাফকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় আলতাফের স্ত্রী শেফালী বাদী হয়ে কুষ্টিয়ার ইবি থানায় হত্যা মামলা দায়ের করেন।

 

 

রাইজিংবিডি/কুষ্টিয়া/২২ মার্চ ২০১৭/কাঞ্চন কুমার/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়