ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চাঞ্চল্যকর অপু হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

শাহীন রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৪, ৩ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চাঞ্চল্যকর অপু হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

পাবনা প্রতিনিধি : পাবনার সদর উপজেলার কাঁকড়কাটা গ্রামে চাঞ্চল্যকর মাজহারুল ইসলাম অপু হত্যা মামলায় চার জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

পাবনার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক শেখ নাসিরুল হক বুধবার দুপুরে রায় দিয়েছেন। কারাদণ্ডের পাশাপাশি দুই হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে একমাস করে কারাভোগ করতে হবে। 

সাজাপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার পারমালঞ্চি গ্রামের কোমদ আলীর ছেলে আব্দুর রউফ, আব্দুর রাজ্জাকের ছেলে বাবু হোসেন ও কাঁকরকাটা গ্রামের সোবহান প্রামাণিকের ছেলে আব্দুস সালাম ও ইদ্রিস প্রামাণিকের ছেলে মিন্টু হোসেন।

আদালত সূত্রে জানা যায়, ২০০৪ সালের ১৯ ডিসেম্বর আসামিরা সশস্ত্র অবস্থায় পাবনার সদর উপজেলার কাঁকড়কাটা গ্রামের আবু বকর মিয়ার বাড়িতে হামলা চালায় এবং তার ছেলে মাজহারুল ইসলাম অপুকে কুপিয়ে হত্যা করে।

ওই দিন নিহতের বাবা আবু বকর মিয়া বাদী হয়ে পাবনা সদর থানায় ১১ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

মামলার অন্য সাত আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেয়া হয়। সাজাপ্রাপ্তরা সকলে কারাগারে রয়েছেন। মামলায় সরকার পক্ষে আইনজীবী ছিলেন খন্দকার আব্দুর রকিব। আসামিপক্ষের আইনজীবী ছিলেন কে এম শামসুল হুদা এবং শহিদুল আলম বিশ্বাস রঞ্জু।



রাইজিংবিডি/পাবনা/৩ এপ্রিল ২০১৯/শাহীন রহমান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়