ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চারটি নতুন বাস পাচ্ছে জবি শিক্ষার্থীরা

আশরাফুল ইসলাম আকাশ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৫, ৬ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চারটি নতুন বাস পাচ্ছে জবি শিক্ষার্থীরা

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিবহন পুলে চারটি নতুন বাস যুক্ত হচ্ছে। শিক্ষার্থীদের পরিবহন সংকট নিরসনে নিজস্ব অর্থায়নে চারটি বাস কেনা হচ্ছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

বুধবার দুপুরে উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের সৌজন্যে সাক্ষাতের সময় এ তথ্য জানান তিনি।

পরিবহন প্রশাসক আব্দুল্লাহ আল মাসুদ বলেন, শিক্ষার্থীদের পরিবহনের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ডাবল ডেকার বাস ভাড়া করা হচ্ছে শুরু থেকেই। এ খাতে মাসে ২০ থেকে ২২ লাখ টাকা বিআরটিসিকে ভাড়া দিতে হয়। এত পরিমাণ ভাড়া কমিয়ে আনা ও শিক্ষার্থীদের পরিবহন সংকট নিরসনের লক্ষ্যে নিজস্ব বাস কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চারটি নতুন নিজস্ব বাস পরিবহন পুলে যুক্ত হলে পরিবহন সংকটের অনেকটা সমাধান হবে বলে জানান তিনি।

উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান শিক্ষার্থীদের সমস্যার কথা বিবেচনা করে পরিবহন খাতকে অগ্রাধিকার দিয়ে ব্যবস্থা নেওয়ায় ধন্যবাদ জানান ছাত্রলীগের সভাপতি মো. তরিকুল ইসলাম।

ছাত্রলীগ সভাপতি বলেন, পরিবহন পুলে নতুন চারটি বাস যুক্ত হলে সমস্যার তীব্রতা অনেকটাই কমে যাবে। পর্যায়ক্রমে সব সমস্যার সমাধান হবে বলে আশা করেন তিনি।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, পরিবহন সমস্যার বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। অনাবাসিক বিশ্ববিদ্যালয় হওয়ায় ছাত্র-শিক্ষক সবাইকে পরিবহনের ওপর নির্ভর করতে হয়। নতুন চারটি বাস শিক্ষার্থীদের বহরে যুক্ত হলে সমস্যা অনেকাংশে লাঘব হবে।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৬ জুন ২০১৮/আশরাফুল/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়