ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

চাল পেল ডিক্রিরচরের দেড় হাজার দুস্থ পরিবার

মো. মনিরুল ইসলাম টিটো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৯, ১ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চাল পেল ডিক্রিরচরের দেড় হাজার দুস্থ পরিবার

ফরিদপুর প্রতিনিধি: আসন্ন ঈদ উপলক্ষে ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের ১৪৪০ অসহায় ও দুস্থ পরিবার ভিজিএফ এর চাল পেয়েছে।

আজ শনিবার সকালে এসব অসহায় ও দুস্থ প্রত্যেক পরিবারকে ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়।

বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ডিক্রিরচর ইউনিয়নের চেয়ারম্যান মো. মেহেদী হাসান মিন্টু ।

এ সময় উপজেলা সমবায় অফিসার বিরাজ মোহন কুন্ডু, ইউনিয়নে ইউপি সদস্য পাঞ্জু মেম্বর, খায়রুজ্জামান খাইরুসহ ইউনিয়ন পরিষদের অন্যন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু বলেন, ‘শেখ হাসিনা সরকার সব সময় গরীব-দু:খীদের পাশে আছেন। আর সেজন্যই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশের প্রতিটি ইউনিয়নের ন্যায় ডিক্রিরচরেও অসহায় গরীবদের জন্যে চাল বরাদ্দ দিয়েছে সরকার।



রাইজিংবিডি/ফরিদপুর/১ জুন ২০১৯/মো. মনিরুল ইসলাম টিটো/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়