ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে পুলিশ

শাহরিয়ার সিফাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২২, ৬ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলে যানবাহনের রেজিস্ট্রেশন, ফিটনেস সার্টিফিকেট ও চালকদের ড্রাইভিং লাইসেন্স থাকলে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে পুলিশ।

সোমবার দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনার সময় ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল রহমান, টাঙ্গাইল মডেল থানার ওসি (তদন্ত) এ. কে সাইদুল ভূইয়া, এসআই মো. মাসুদ প্রমুখ।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল রহমান বলেন, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের নির্দেশক্রমে তারা শহরে অভিযান পরিচালনা করে বিভিন্ন যানবাহনে কাগজপত্র যাচাই বাচাই করছেন। যাদের কাগজপত্র ঠিক আছে, তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। যাদের কাগজপত্র ঠিক নেই তাদের যানবাহনের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দেওয়া হয়েছে।

তিনি জানান, এ পর্যন্ত ১৮টি যানবাহনকে মামলা ও একটি মোটরসাইকেল আটক করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।



রাইজিংবিডি/টাঙ্গাইল/০৬ আগস্ট ২০১৮/শাহরিয়ার সিফাত/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়