ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চালকল মালিকদের স‌ঙ্গে ৩ মন্ত্রীর বৈঠক চল‌ছে

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২০, ১৯ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চালকল মালিকদের স‌ঙ্গে ৩ মন্ত্রীর বৈঠক চল‌ছে

জ্যেষ্ঠ প্র‌তি‌বেদক : চালকল মালিকদের নিয়ে বৈঠকে বসেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক চলছে। বৈঠকটি শুরু হয় দুপুর ১২টার কিছু পরে। এতে মন্ত্রীরা ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং অর্ধশতাধিক মিল মালিক উপস্থিত রয়েছেন।

চলমান চালের বাজার অস্থিতিশীল হয়ে পড়ায় এ বৈঠকে বসেছেন মন্ত্রীরা। এর আগে চালের অবৈধ মজুদকারী মিলমালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন বাণিজ্যমন্ত্রী।

সম্প্রতি চালের দাম অস্বাভাকিকভাবে বেড়ে যাওয়ায় মিল মালিক ও অসাধু ব্যবসায়ীদের দায়ী করছে সরকার।

সংকট মোকাবিলায় বিভিন্ন দেশ থেকে বিপুল পরিমাণ চাল আমদানি, খোলাবাজারে চাল বিক্রির সিদ্ধান্ত নেয় সরকার। কিন্তু এতেও চালের বাজারে তেমন প্রভাব পড়ছে না।



রাই‌জিং‌বি‌ডি/ঢাকা/১৯ সে‌প্টেম্বর ২০১৭/নঈমুদ্দীন/আসাদ/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়