ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চালকবিহীন গাড়ি তুলে নিল উবার

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪১, ২৬ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চালকবিহীন গাড়ি তুলে নিল উবার

আন্তর্জাতিক ডেস্ক : দুর্ঘটনায় কবলিত হওয়ার পর যুক্তরাষ্ট্রে সড়ক থেকে চালকবিহীন গাড়ি প্রত্যাহার করে নিয়েছে উবার।

অনলাইনে পোস্ট করা ছবি থেকে দেখা যাচ্ছে, আরিজোনা অঙ্গরাজ্যের একটি রাস্তার ডান পাশে পড়ে আছে দুর্ঘটনাকবলিত উবারের চালকবিহীন গাড়িটি। দুর্ঘটনায় বিধ্বস্ত আরেকটি গাড়ি তার পাশেই পড়ে আছে।

উবারের চালকবিহীন গাড়িটি ভলভো এসইউভি মডেলের। দুর্ঘটনার সময় এটি সেলফ-ড্রাইভিং মুডে ছিল। উবার জানিয়েছে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বিবিসি অনলাইনের এক খবরে রোববার এ তথ্য জানানো হয়েছে।

আরিজোনার টেম্পে পুলিশের মুখপাত্র জোসি মন্টিনিগ্রো জানিয়েছেন, উবারের গাড়িটি বাঁয়ে বাঁক নেওয়ার সময় অন্য একটি গাড়ি তাকে জায়গা দিতে ব্যর্থ হওয়ায় দুর্ঘটনা ঘটে।

ওই মুখপাত্র বলেন, ‘চালকবিহীন গাড়ির নেপথ্যে একজন থাকেন। কিন্তু এটি পরিষ্কার নয়, দুর্ঘটনার সময় গাড়িটি কেউ নিয়ন্ত্রণ করছিলেন কি না।’

তবে চালকবিহীন গাড়ি হলেও উবারের সেলফ-ড্রাইভিং গাড়িগুলোতে চালকের আসনে একজন থাকেন, যিনি প্রয়োজনে গাড়ির নিয়ন্ত্রণ নেন।

যুক্তরাষ্ট্রের আরিজোনা, পেনসিলভানিয়া ও ক্যালিফোর্নিয়ায় চালকবিহীন গাড়ি সেবা রয়েছে উবারের। তবে এই প্রথম আরিজোনা থেকে তারা সেবা প্রত্যাহার করে নিল।

উবারের সেবা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে নেতিবাচক খবর প্রকাশের পর চাপে রয়েছে অ্যাপসভিত্তিক এই গাড়িসেবা কোম্পানিটি। সম্প্রতি কোম্পানির নির্বাহী পর্যায় থেকে বেশ কয়েকজন পদত্যাগ করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য প্রেসিডেন্ট জেফ জোনস।



রাইজিংবিডি/ঢাকা/২৬ মার্চ ২০১৭/রাসেল পারভেজ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়