ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চোট নিয়েও এমন গোলকিপিং!

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০০, ২৯ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চোট নিয়েও এমন গোলকিপিং!

অসাধারণ গোলকিপিংয়ে চিলিকে ফাইনালে তুলেছেন ক্লদিও ব্রাভো

ক্রীড়া ডেস্ক : একটি কিংবা দুটি নয়, পরপর তিনটি স্পট কিক ঠেকিয়ে দিয়েছেন। দলকে তুলেছেন ফাইনালে। অথচ ক্লাদিও ব্রাভো ম্যাচটা খেলতেই নেমেছিলেন চোট নিয়ে। এ কারণে নাকি নিজের স্বাভাবিক খেলাটাও খেলতে পারেননি চিলিয়ান গোলরক্ষক!

কাজানে বুধবার কনফেডারেশনস কাপের প্রথম সেমিফাইনালে । টাইব্রেকারে পর্তুগালের রিকার্ডো কারেসমা, জো মৌতিনহো, নানি- তিন খেলোয়াড়ের স্পট কিকই ফিরিয়ে দিয়েছেন ব্রাভো। চিলির হয়ে আরতুরো ভিদাল, চার্লস মারিয়ানো ও আলেক্সি সানচেজ গোল করে দলকে ফাইনালে নিয়ে গেছেন।

ব্রাভো রাশিয়ায় পা রাখেন কাফের চোট নিয়ে। গ্রুপ পর্বে শুধু অস্ট্রেলিয়ার বিপক্ষে সেরা একাদশে ছিলেন। পর্তুগাল ম্যাচের পর চিলিয়ান গোলরক্ষক জানালেন, চোট নিয়েই খেলতে নেমেছিলেন, ‘আমি যা ভাবি সেটাই করি। আমি ‍খুবই ভারসাম্যপূর্ণ মানুষ। চোটে আক্রান্ত ছিলাম এবং নিজের স্বাভাবিক গতিতে খেলতে পারিনি।’

ফাইনালে উঠে দারুণ খুশি বার্সেলোনার প্রাক্তন এই গোলরক্ষক, ‘এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। আমরা ফাইনালে উঠতে পেরেছি, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটা সাফল্যের বৃত্ত পূরণ করতে চলেছি। ফাইনালে উঠতে পেরে আমরা ‍খুশি।’

সব ধরনের প্রস্তুতি নিয়েই পর্তুগালের বিপক্ষে নেমেছিলেন ব্রাভো। ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের টুর্নামেন্ট থেকে বিদায় করার স্বস্তি তার কণ্ঠে, ‘জানতাম আমাকে কী করতে হবে। অবশ্যই আমরা খুবই খুশি। কারণ, আমরা ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের থামাতে পেরেছি।’

জয়ের গোপন রহস্যও জানালেন ৩৪ বছর বয়সি গোলরক্ষক, ‘নেপথ্যের কারণ বলতে আমি মনে করি, আমরা কখনো নিজেদের ওপর বিশ্বাস হারাই না এবং আমরা জয়ের জন্য সবকিছু করতে চাই। আমাদের এখনো আরো একটা ম্যাচ জেতা বাকি।’

তথ্যসূত্র : ফোর ফোর টু।



রাইজিংবিডি/ঢাকা/২৯ জুন ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়