ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চোরের হাতে গৃহকর্তা খুন, সংঘর্ষে আরেকজনের মৃত্যু

রফিকুল ইসলাম কামাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩২, ৪ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চোরের হাতে গৃহকর্তা খুন, সংঘর্ষে আরেকজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটের কোম্পানীগঞ্জে শনিবার ভোরে চোরের হামলায় জিল্লু মিয়া নামে এক ব্যক্তি খুন হয়েছেন।

পরে স্থানীয়রা চোর সোনাই মিয়াকে আটক করেন। পুলিশ তাকে থানায় নিয়ে যেতে চাইলে স্থানীয়রা বাধা দেন। এ সময় পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কোম্পানীগঞ্জ উপজেলার আনোয়ারপুর গ্রামে জিল্লু মিয়ার বাড়িতে শনিবার ভোরে একদল গরু চোর প্রবেশ করে। এ সময় জিল্লু মিয়া চিৎকার করলে চোরেরা বল্লম দিয়ে তাকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ধাওয়া দিয়ে সোনাই মিয়া নামে এক চোরকে আটক করেন। এ সময় অন্যরা পালিয়ে যায়।

সকালে কোম্পানীগঞ্জ থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। তারা চোর সোনাইকে থানায় নিয়ে যেতে চাইলে গ্রামের এক পক্ষ বাধা দেন। অন্য পক্ষ চোরকে পুলিশের হাতে তুলে দিতে চান। এক পর্যায়ে গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় গুলিতে দক্ষিণ রাজনগর গ্রামের মফিজ মিয়া নামে এক ব্যক্তি মারা যান। সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল লেইছ বিষয়টি নিশ্চিত করেছেন।



রাইজিংবিডি/সিলেট/৪ মার্চ ২০১৭/কামাল/উজ্জল/এএন/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়