ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের নতুন জার্সি

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৫, ২৭ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের নতুন জার্সি

ক্রীড়া ডেস্ক : আইসিসি আয়োজিত কোনো টুর্নামেন্টে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের লোগো সম্বলিত জার্সি ব্যবহার করা যায় না। সেক্ষেত্রে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের লোগো বিহীন জার্সি ব্যবহার করতে হয়।

১ জুন থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিতেও বাংলাদেশ নতুন জার্সি পড়ে খেলবে। আজ পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও সেই জার্সি পড়ে খেলছে টাইগাররা। নতুন জার্সিতে লাল রঙের আধিক্য বেশি রয়েছে। তার মধ্যে আকাবাঁকা করে সবুজ রঙের দাগ কাটা হয়েছে। সবকিছু মিলিয়ে ভিন্নরকম আমেজ নিয়ে এসেছে নতুন এই জার্সি।

আজকের পর ৩০ মে ভারতের বিপক্ষেও এই জার্সি পড়ে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আর ১ জুন থেকে শুরু হওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে তো বটেই।



রাইজিংবিডি/ঢাকা/২৭ মে ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়