ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চ্যাম্পিয়নস ট্রফিতে রাহুলকে পাচ্ছে না ভারত!

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫০, ২১ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চ্যাম্পিয়নস ট্রফিতে রাহুলকে পাচ্ছে না ভারত!

চ্যাম্পিয়নস ট্রফি মিস করতে যাচ্ছেন লোকেশ রাহুল

ক্রীড়া ডেস্ক : কাঁধের চোটে এবারের আইপিএলে খেলতে পারছেন না লোকেশ রাহুল। ভারতীয় এই ব্যাটসম্যানের জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সম্ভাবনাও ‘ক্ষীণ’। তিনি নিজেই জানিয়েছেন এমনটা।

সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে পুনেতে প্রথম ম্যাচে বাঁ কাঁধে চোট পেয়েছিলেন রাহুল। সেই চোট নিয়েই বাকি সিরিজে খেলেছেন এই ওপেনার।

রাহুল সিরিজে সাত ইনিংসে ছয়টি হাফ সেঞ্চুরি করেন। ৬৫.৫০ গড়ে ৩৯৩ রান নিয়ে সিরিজে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনিই। গত ১০ এপ্রিল ইংল্যান্ডে কাঁধে অস্ত্রোপচার করিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান।

চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সম্ভাবনা নিয়ে রাহুল ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘আমাকে অপেক্ষা করতে হবে। কিন্তু সম্ভাবনা ক্ষীণ।’

চোটটা বেশ ভোগাচ্ছিল বলে জানালেন রাহুল, ‘আমি বেশ কিছু পজিশনে যেতে পারিনি (ব্যাটিংয়ের সময়), কারণ আমার কাঁধের বেশ কিছু জায়গার অবস্থান নড়ে যাচ্ছিল। ফলে অনেক শট খেলতে পারিনি। নিজেকে সীমাবদ্ধ রাখতে হয়েছে। অনেক চিকিৎসা ও ট্যাপিং ব্যবহার করে খেলেছি আমি।’

২৬ বছর বয়সি ওপেনার জানালেন, সেরে উঠতে দুই-তিন মাস লেগে যেতে পারে, ‘ডাক্তার বলছে দুই-তিন মাস সময় লাগতে পারে (সেরে উঠতে)।’

‘প্রত্যেক শরীর ভিন্ন। তাই কীভাবে এটি সেরে উঠবে, তা কেউ বলতে পারবে না। এটা সম্পূর্ণ আমার ওপর নির্ভর করছে, কীভাবে পুনর্বাসনের সময় আমার যত্ন নেব। এখন দুই-তিন সপ্তাহ বিশ্রাম নেব, এরপর ফিজিওথেরাপি শুরু করব। সেখান থেকেই আমার পুনর্বাসন শুরু হবে’- যোগ করেন রাহুল।

গত বছরের জুনে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল রাহুলের। অভিষেকেই করেন অপরাজিত সেঞ্চুরি। এখন পর্যন্ত খেলেছেন অবশ্য মাত্র ছয়টি ওয়ানডে।



রাইজিংবিডি/ঢাকা/২১ এপ্রিল ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়