ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ছক্কার বিশ্ব রেকর্ড মরগানের

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫১, ১৮ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ছক্কার বিশ্ব রেকর্ড মরগানের

ক্রীড়া ডেস্ক : আফগানিস্তানের বোলারদের ওপর দিয়ে কী ঝড়টাই না বয়ে গেল আজ! ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে এউইন মরগান আফগান বোলারদের নাকের জল-চোখের জল এক করে দিয়েছেন বিধ্বংসী এক সেঞ্চুরিতে।

মাত্র ৫৭ বলে সেঞ্চুরি ছুঁয়েছেন মরগান। বিশ্বকাপে যা চতুর্থ দ্রুততম সেঞ্চুরি। ৪৭তম ওভারে আউট হওয়ার আগে ইংল্যান্ড অধিনায়ক মাত্র ৭১ বলে করেছেন ১৪৮ রান। ৪টি চারের সঙ্গে ছক্কা হাঁকিয়েছেন ১৭টি। বিশ্বকাপে তো বটেই, ওয়ানডে ইতিহাসেই এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার বিশ্ব রেকর্ড এটি।

এতদিন রেকর্ডটা যৌথভাবে ছিল রোহিত শর্মা, এবি ডি ভিলিয়ার্স ও ক্রিস গেইলের। তিনজনই মেরেছিলেন সমান ১৬টি ছক্কা।

২০১৩ সালের নভেম্বরে বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে ২০৯ রান করার পথে ১৬ ছক্কা হাঁকিয়ে রেকর্ড গড়েছিলেন রোহিত। ২০১৫ সালের জানুয়ারিতে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে ১৪৯ রান করার পথে রোহিতকে ছুঁয়েছিলেন ডি ভিলিয়ার্স। পরের মাসে বিশ্বকাপে ক্যানবেরায় জিম্বাবুয়ের বিপক্ষে ২১৫ রান করার পথে ১৬ ছক্কা হাঁকান গেইল।

মরগান ফিফটি ছুঁয়েছিলেন ৩৬ বলে। পরের পঞ্চাশ করতে লেগেছে মাত্র ২১ বল। দুটি মাইলফলকই ছুঁয়েছেন ছক্কা মেরে। ১৭ ছক্কার ৭টি মেরেছেন লেগ স্পিনার রশিদ খানকে। গুলবাদিন নাইবকে ৫টি, মোহাম্মদ নবীকে ৩টি, দৌলত জাদরান ও মুজিবুর রহমানকে মেরেছেন একটি করে ছক্কা।



রাইজিংবিডি/ঢাকা/১৮ জুন ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়