ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ছবিতে গ্রামীণ নারীর জীবন

খায়রুল বাশার আশিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩৯, ৮ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ছবিতে গ্রামীণ নারীর জীবন

প্রতিদিনের মতোই আজও একই রকম কাটবে গ্রামীণ নারীর জীবন, সেই সকালে ঘুম থেকে উঠে শুরু করা ক্লান্তিহীন কর্মযজ্ঞ চলবে রাত অবধি। সংসার, ধর্ম, স্বামী, সন্তান নিয়ে এমন করেই কাটে গ্রামের হাজারো নারীর জীবন। কেমন করে প্রতিটি দিনের কর্মব্যস্ত সময় কাটে উপকূলীয় চর বা গ্রামীণ জনপদের নারীদের। নারী দিবসের এই দিনে গ্রামীণ নারীর জীবনযাত্রা নিয়ে থাকছে ফটো ফিচার। ছবি তুলেছেন খায়রুল বাশার আশিক


ধান সিদ্ধ, রোদে সেই ধান শুকাতে দেয়া, বারবার ধানগুলো পা দিয়ে নেড়ে দেয়ার কাজ করছেন গ্রামীণ নারী।

 


তীব্র রোদে ছাতা মাথায় দিয়ে ধান শুকানোর কাজে ব্যস্ত এক নারী।

 


ক্ষেতের কাজ গুছিয়ে শিশু সন্তানকে কোলে নিয়ে ঘরে ফিরছেন এক নারী। ফিরেই আবার রান্না বসাতে হবে পরিবারের জন্য।

 


দুপুরের রান্নার কাজ শেষ, পরিবারের অন্য সদস্যরা ক্ষেত থেকে ফেরেনি। ফেরার অপেক্ষায় ঘরের দরজায় বসে আছেন গৃহিণী। সবাই মিলে এক সঙ্গে ভাত খাবার প্রত্যাশায়।

 


শেষ দুপুরে নদীর বালুকাবেলায় কাজের প্রয়োজনে ছুটছেন এক নারী।

 


একটি মাছের দোকানে পুরুষের সঙ্গে সমান তালে কাজ করছেন নারী।

 


পরিবারের প্রয়োজনে নৌকার হাল ধরেছে নারী। কৃষিকাজ, গোখাদ্য সংগ্রহ থেকে পরিবারের হেন কাজের সমান অংশীদার গ্রামের নারীরা।

 


ঘরের আঙিনায় চলে এসেছে জোয়ারের পানি, শিশু সন্তানকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকা এই নারীর মুখে তবুও বেঁচে থাকার হাঁসি।

 


পরিবারের জন্য রান্না করছেন গ্রামের নারী। খাবার অপেক্ষায় তার পাশেই অবস্থান নিয়ে আছে দুই শিশু।




রাইজিংবিডি/ঢাকা/৮ মার্চ ২০১৯/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়