ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ছাত্রলীগকর্মীকে জবি থেকে সাময়িক বহিষ্কার

আশরাফুল ইসলাম আকাশ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৯, ৭ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ছাত্রলীগকর্মীকে জবি থেকে সাময়িক বহিষ্কার

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কর্মরত এক সাংবাদিকের ওপর হামলার দায়ে তানভীর চৌধুরী শাকিল নামের ছাত্রলীগকর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত শাকিল বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী।

রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক সাংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এহসানুল হক জোবায়েরকে (দৈনিক প্রকৃতির সংবাদ পত্রিকার সাংবাদিক) তানভীর চৌধুরী শাকিল দেশীয় অস্ত্র দিয়ে মারাত্মকভাবে আহত করে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রাথমিক তদন্ত প্রতিবেদনে মার্কেটিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানভীর চৌধুরী শাকিল (আইডি নং- বি-১৬০২০৪০০৪) এর সম্পৃক্ততা পাওয়ায় তাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এছাড়া গত শনিবার সাংবাদিকের ওপর হামলার ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগ তানভীর চৌধুরী শাকিলকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করে। এ হামলার ঘটনায় দেশের প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠানের সাংবাদিক সংগঠন নিন্দা ও প্রতিবাদ জানায়।



রাইজিংবিডি/ঢাকা/৭ জানুয়ারি ২০১৮/আশরাফুল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়