ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ছুরিকাঘাতে নিহত ব্যাংক কর্মকর্তার দাফন সম্পন্ন

শওকত জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৭, ১৭ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ছুরিকাঘাতে নিহত ব্যাংক কর্মকর্তার দাফন সম্পন্ন

জামালপুর সংবাদদাতা : ঢাকার কলাবাগানে প্রাক্তন স্বামী রবিনের ছুরিকাঘাতে নিহত ব্যাংক কর্মকর্তা আরিফুন্নেছা আরিফার লাশ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় ঢাকা থেকে আরিফার লাশ গ্রামের বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়িতে নিয়ে আসা হয়। এ সময়  এলাকায় শোকের ছায়া নেমে আসে।

দাফনের পর বিচারের দাবিতে শোকাবহ পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। আরিফার খুনি রবিনের ফাঁসির দাবি করে এলাকাবাসী বলেন, আরিফার মতো আর কোনো মেয়ের যেন  ঘাতকের হাতে প্রাণ দিতে না হয়।

আরিফার বড় ভাই আব্দুল্লাহ আল ইমরান মাসুদ বলেন, হত্যাকারী রবিন ফেসবুকে আমার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়েছে। পরিবারের নিরাপত্তার দাবি জানিয়ে তিনি অবিলম্বে ঘাতক রবিনকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রসঙ্গত, আরিফা জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে এইচএসসি এবং ঢাকার ইডেন কলেজ থেকে অর্থনীতিতে মাস্টার্স সম্পন্ন করে যমুনা ব্যাংকে অফিসার পদে যোগ দেন।

 

 

 

রাইজিংবিডি/জামালপুর/১৭ মার্চ ২০১৭/শওকত জামান/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়