ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জঙ্গি হামলার আশঙ্কা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪২, ২১ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জঙ্গি হামলার আশঙ্কা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ঈদকে সামনে রেখে কোনো ধরনের জঙ্গি হামলার আশঙ্কা নেই বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার রাজধানীতে মার্কেটের নিরাপত্তা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

নিউ মার্কেটে মন্ত্রী বলেন, ‘ঈদের প্রধান প্রধান জামাতসহ সব জায়গায় পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে। পুলিশ সেভাবেই নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। তবে বুধবার পর্যন্ত কোনো ধরনের হুমকির খবর নেই। ঈদে কোথাও যেন জঙ্গি হামলা না হয় সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আর এসব করা হচ্ছে অতীত অভিজ্ঞতাকে মাথায় রেখে।’

আসাদুজ্জামান বলেন, ‘রমজানের শুরু থেকেই যেন ক্রেতা সাধারণ স্বাচ্ছন্দ্যে জিনিসপত্র কিনতে পারেন সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে প্রতিটি মার্কেট এবং শপিং সেন্টারের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এ কারণে মার্কেটকেন্দ্রিক অজ্ঞান, মলম পার্টি কিংবা ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।  এই নিরাপত্তা ঈদ-পরবর্তী আরও কয়েকদিন অব্যাহত থাকবে।’



রাইজিংবিডি/ঢাকা/২১ জুন ২০১৭/মাকসুদ/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়