ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জনসভায় ভোট চাইলেন কাজী জাফরউল্লাহ

মো. মনিরুল ইসলাম টিটো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২২, ১০ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জনসভায় ভোট চাইলেন কাজী জাফরউল্লাহ

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন সংসদ নির্বাচনে ফরিদপুরের প্রার্থীরা প্রতীক পেয়েই প্রচারে নেমে পড়েছেন।

সোমবার বিকেলে জেলার ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া কাজী ওয়ালীউল্লাহ উচ্চ বিদ্যালয়ের মাঠে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কাজী জাফরউল্লাহ’র পক্ষে নির্বাচনী সমাবেশ হয়।

জনসভা থেকে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করে কাজী জাফরউল্লাহ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও অগ্রগতির পথে দেশ। এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন।

তিনি বলেন, পদ্মাসেতুর মাধ্যমে এই বঙ্গের ব্যাপক উন্নয়ন সাধিত হবে, যা শেখ হাসিনার অবদান। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকার আবার ক্ষমতায় আসা দরকার।

কাউলীবেড়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় কাজী আহসান উল্লাহ উজ্জ্বলের সভাপতিত্বে সংরক্ষিত আসনের সংসদ সদস্য নিলুফার জাফরউল্লাহ, চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু কাউসার প্রমুখ বক্তব্য রাখেন।

জনসভায় বিভিন্ন এলাকা থেকে শত শত নেতা-কর্মী, সমর্থক অংশ নেন।



রাইজিংবিডি/ফরিদপুর/১০ ডিসেম্বর ২০১৮/মো. মনিরুল ইসলাম টিটো/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়