ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

জবিতে আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু

আশরাফুল ইসলাম আকাশ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৭, ১৩ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জবিতে আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্রীড়া উপ-কমিটির (ক্রিকেট) আয়োজনে  বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে (ধূপখোলা মাঠ)  ৫ম আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা ২০১৯ শুরু হলো।

রোববার বেলা ১১টার দিকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

এ সময় ক্রীড়া উপ-কমিটি (ক্রিকেট) এর আহ্ববায়ক ড. মোহাম্মদ আব্দুল বাকীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোহা. আলী নূর প্রমুখ।

উল্লেখ্য, ৫ম আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় ৩৬টি বিভাগ অংশগ্রহণ করছে এবং এটি আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৩ জানুয়ারি ২০১৯/আশরাফুল/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়